নীলফামারীর জলঢাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোলমুন্ডা ইউনিয়নের আয়োজন দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোঙ্গলবার বিকেলে ভাবনচুর মহাবিদ্যালয় মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সদস্য তছলিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আলী।এসময় অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান দোদুল,নীলফামারী জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক খুরশিদ আলম আলো, নীলফামারী জেলা বিএনপির সদস্য রুহুল আজাদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর ইসলাম,পৌর যুবদলের আহ্বায়ক শেখ সাদি লাভলু, পৌর সমবায় দলের সদস্য সচিব মিজানুর রহমান মিজুসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।