আজ রবিবার ১৮ই জুন সকাল আনুমানিক ১১ টার দিকে খুলনার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের কালাবগী গ্রামে নদীতে মাছ ধরার সময় সুজিত সরদার আনুমানিক (৩৭), তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া গ্রামে নৌকায় বসে থাকা অবস্থায় পাইকগাছার খোরশেদ আলম শেখ(৬৩) ও কাকড়াবুনিয়া গ্রামে মাছের ঘেরে মাটির কাজ করার সময় আজিজুল শেখ(৬০) নামক তিনজন বজ্রপাতে নিহতের খবর পাওয়া গেছে।
দাকোপের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পাপিয়া সুলতানা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, আজ সকালে দাকোপের পৃথক তিনটি স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যুর সংবাদ পেয়েছি। এছাড়া একই ঘটনায় আরো তিনজন আহত হয়েছে বলে জানা গেছে। দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শেখ শাহিনুল ইসলাম বজ্রপাতে নিহতের খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। দাকোপের তিলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দীন গাজী বলেন, বজ্রপাতে আজিজুল শেখ মারা গেলে ও তার সঙ্গে থাকা বাকিরা সুস্থ রয়েছেন।