বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, পরবর্তীতে সভাপতি ও প্রধান উপদেষ্টা,আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিকনেতা বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাই খুলনা মহানগর শ্রমিক দলের আয়োজনে ০৮/০৯/২০২৫ সোমবার বিকাল ৫ঘটিকায় দলীয় কার্যালয়ে এ দোয়ার আয়োজন করা হয়ে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর শ্রমিক দলের সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম শফি, যুগ্ম আহবায়ক জি এম মাহাবুব রহমান, সদর থানা শ্রমিক দলের আহবায়ক আবু বক্কার সিদ্দিক, মোঃ সিদ্দিকুর রহমান সহ বিভিন্ন থানা,ইউনিট ও ওয়ার্ড নেতৃবৃন্দ।