অদ্য ০৬ এপ্রিল ২০২৫ খ্রিঃ সকাল ০৮.০০ ঘটিকায় খুলনা জেলার সম্মানিত পুলিশ সুপার ও অত্র জেলা রিক্রুট বোর্ডের সভাপতি জনাব টি, এম, মোশাররফ হোসেন মহোদয়ের সভাপতিত্বে পুলিশ লাইন্সে ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগের প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রথম দিনে সকল যোগ্য প্রার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি মহোদয় ব্রিফিং করেন। তিনি বলেন, "আপনারা কেউ কোন দালাল বা প্রতারক চক্রের খপ্পরে পড়বেন না। নিয়োগ হবে সম্পূর্ণ প্রার্থীর মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে"। এ ব্যাপারে কারো সাথে আর্থিক লেনদেন না করতে সকলকে সতর্ক করেন।
এ-সময় আরো উপস্থিত ছিলেন অত্র নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ এবং অত্র নিয়োগ ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।