এসএমপি মিডিয়া সেল থেকে জানা যায় যে, কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ইসরায়েলের পন্য বিক্রেতা ব্যবসা প্রতিষ্ঠানে হামলাসহ ভাংচুর এবং লুটপাটের ঘটনার সহিত জড়িত ১৪ জন গ্রেফতারঃ
গাজাবাসি মুসলমানদের উপর ইসরায়েল সামরিক বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে
গত ০৭/০৪/২০২৫ খ্রিঃ ১১.০০ ঘটিকা হতে ২০.০০ ঘটিকা পর্যন্ত কোতোয়ালী মডেল থানাধীন চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার, বিভিন্ন পয়েন্টসহ আশপাশ এলাকা হতে বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠানসহ ছাত্র জনতা প্রতিবাদ সমাবেশসহ বিক্ষোভ মিছিল করে।
উল্লেখিত বিক্ষোভ মিছিলে অংশগ্রহকারীদের মধ্যে থেকে উশৃঙ্খল দূষ্কৃতিকারীগণ কর্তৃক কোতোয়ালী মডেল থানা এলাকার ইসরায়েলের পন্য বিক্রেতাদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলাসহ ভাংচুর এবং লুটপাট হয়। ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে মীরবক্সটুলাস্থ রয়েল মার্ক হোটেলে ভাংচুর এবং লুটপাটের ঘটনায় উক্ত হোটেলের ম্যানেজার অপারেশন, বাদী হয়ে অজ্ঞাতনামা ৩০/৪০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-১১, তারিখ-০৮/০৪/২০২৫খ্রিঃ, ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৩৮০/৪২৭/ ৫০৬/৩৪ পেনাল কোড রুজু করা হয়। পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ঘটনাস্থলের আশপাশে সিসি ফুটেজ সংগ্রহ পূর্বক দূষ্কৃতিকারীদের সনাক্ত করতঃ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নিম্মে লিখিত অভিযুক্তদেরকে গ্রেফতার করা হয়। উল্লেখিত অভিযুক্তদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনায় জড়িত পলাতক অপরাপর অভিযুক্তদের সনাক্তসহ গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত আছে।
গ্রেফতারকৃত আসামীদের নাম ঠিকানাঃ-
১। মোঃ রাজন (২০), পিতা-মোঃ রাজা মিয়া, মাতা-শাফিয়া বেগম, সাং-ভাটিপাড়া, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-কাজীটুলা উচাসড়ক, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।
২। ইমন (১৯), পিতা-আরব আলী, সাং-হাছানগর, থানা-সুনামগঞ্জ সদর, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-কাজীটুলা শওকত বাড়ির ভাড়াটিয়া, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।
৩। মোঃ রাকিব (১৯), পিতা-দ্বীন ইসলাম, সাং-কাজীটুলা বাজার, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট (ভাসমান)।
৪। মোঃ আব্দূল মোতালেব (৩৫), পিতা-মৃত আবুল বাশার মিয়া, সাং-ভাটিপাড়া, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-সওদাগরটুলা ০৭নং বাসা, লাল মঞ্জিল, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।
৫। মিজান আহমদ (৩০), পিতা-লাল সাদ আহমদ, সাং-ভাটিপাড়া, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-কাজীটুলা, বাসা নং-বিহঙ্গ/২০, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।
৬। সাব্বির আহমদ (১৯), পিতা-লিয়াকত আলী, মাতা-শাহীনা বেগম, সাং-ভাটিপাড়া, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-বাছির মিয়ার কলোনী, গোয়াইটিলা, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট।
৭। নাইদ আহমদ (১৯), পিতা-ফরিদ মিয়া, মাতা-আছিয়া বেগম, সাং-শিবনগর, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট।
৮। মোঃ রবিন মিয়া (২০), পিতা-মৃত মোস্তফা মিয়া, মাতা-আলেয়া বেগম, সাং-শাখপুর, থানা-বড়–রা, জেলা-কুমিল্লা, বর্তামানে-মিরের ময়দান, মকছুদ মিয়ার ভাড়াটিয়া, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।
৯। সৈয়দ আল আমিন তুষার (২৯), পিতা-সৈয়দ আলতাফ মানিক, মাতা-মোছাঃ জেসমিন আক্তার জোসনা, সাং-পশ্চিম নাহার কিল, থানা-চাদমিল, জেলা-নোয়াখালী (ভাসমান)।
১০। মোস্তাকিন আহমদ তুহিন (১৯), পিতা-মোঃ মহছন আহমদ, মাতা-লিজা বেগম, সাং-ছইদল, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার, বর্তমানে-বাসা নং-০৫, মা মঞ্জিল, শাহী ঈদগাহ, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট।
১১। মোঃ দেলোয়ার হোসেন (৩০), পিতা-আব্দুল ছাত্তার, সাং-চিনাকান্দি, থানা-বিশ্বম্ভরপুর, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-শাহজালাল (রহঃ) মাজার, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।
১২। মোঃ রিয়াদ (২৪), পিতা-শামীম আহমদ, সাং-শেখঘাট পিছের মুখ, (কলাপাড়া),থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।
১৩। মোঃ তুহিন (২৪), পিতা-দুলাল মিয়া, সাং-বালুচর নতুন বাজার, থানা-শাহপরান (রহঃ), জেলা-সিলেট।
১৪। আল নাফিউ (১৯), পিতা-সেলিম রেজা, সাং-বটেশ্বর বাজার, থানা-শাহপরান (রহঃ), জেলা-সিলেট।