শাহ ওয়ালি উল্লাহ আবাসিক এলাকা, আরাকান সড়কসহ বিভিন্ন স্থানে রাস্তার মাঝখানে ময়লা ফেলে তৈরি হচ্ছে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ

শাহ ওয়ালি উল্লাহ আবাসিক এলাকা, আরাকান সড়কসহ বিভিন্ন স্থানে রাস্তার মাঝখানে ময়লা ফেলে তৈরি হচ্ছে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ।
চট্টগ্রাম নগরীর প্রধান সড়কগুলো যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অদক্ষতা ও অবহেলায় রাস্তার মাঝখানে ময়লা ফেলে চারদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। এমন চিত্র নগরীর প্রায় প্রতিটি মোড়ে চোখে পড়ে। বিশেষ করে শাহ ওয়ালি উল্লাহ আবাসিক এলাকার সামনের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক, নগরীর ২ নং ওয়ার্ড এবং আরাকান সড়কে পরিস্থিতি ভয়াবহ।  
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, চসিকের কর্মীরা নিয়মিত ময়লা সংগ্রহ করলেও সেগুলো সঠিকভাবে অপসারণ না করে রাস্তার মাঝখানে বা খোলা জায়গায় ফেলে রাখেন। ফলে সৃষ্টি হচ্ছে ময়লার স্তূপ, যা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ ও পরিবেশ দূষণ। পাশাপাশি, ময়লার কারণে যানজট ও দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।  
এ বিষয়ে চসিকের স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেননি। তবে স্থানীয়রা দাবি করেন, কর্তৃপক্ষের উদাসীনতায় নগরীর সৌন্দর্য ও স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছে।  
নগরবাসীর দাবি, দ্রুত এ সমস্যার সমাধান করে সড়কগুলোকে ময়লামুক্ত করে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে চসিকের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।