খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিমের সাথে মতবিনিময় করেছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সদস্যবৃন্দ। আজ ৩১ আগস্ট (রবিবার) বিকেলে উপাচার্যের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে কমিটির পক্ষ থেকে উপাচার্যের নিকট একটি স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে বেশ কয়েকটি দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো—
খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন মৎস্য বীজ উৎপাদন খামার বিশ্ববিদ্যালয়ের আওতায় আনা
ময়ূর নদী সংলগ্ন কেসিসির লিনিয়ার পার্ক বিশ্ববিদ্যালয়ের আওতায় আনা
খুলনা বিশ্ববিদ্যালয়কে কেসিসির সীমানায় অন্তর্ভুক্ত করা
আন্তর্জাতিক মানসম্পন্ন নতুন নতুন সাবজেক্ট চালু করা
আবাসন সংকট নিরসনে নতুন হল নির্মাণ
সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলকেন্দ্রিক গবেষণার নতুন ক্ষেত্র সৃষ্টি
গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধ ও সংলগ্ন এলাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় আনা
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অধিক অর্থ বরাদ্দ নিশ্চিত করা
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, আইন স্কুলের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর শেখ মাহমুদুল হাসান এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত উপস্থিত ছিলেন।
অন্যদিকে উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে সভাপতি শেখ আশরাফ উজ জামান, মহাসচিব এ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মতবিনিময়ে অংশগ্রহণ করেন।