খুলশীর হোটেল-মোটেলে পুলিশের দৃঢ় অভিযান, ৪৩ জনকে আটক**পুলিশ বৃহৎ অভিযান পরিচালনা করে। রাত সাড়ে ৯টা থেকে শুরু করে এক ঘণ্টাব্যাপী অভিযানে মোট ৪৩ জনকে আটক করা হয়েছে।অভিযান পরিচালিত হয় নগরীর বিভিন্ন হোটেল ও আবাসিক প্রতিষ্ঠানে, যার মধ্যে রয়েছে:- ফয়েজ লেক প্রিন্স হোটেল- মোটেল সিক্স সুপারসনিক- হোটেল রূপসী বাংলা- হোটেল গোল্ডেন টাচ খুলশী থানার উপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম দিপু জানিয়েছেন যে, গ্রেপ্তারকৃতরা অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল। আটককৃতব্যক্তিদের মধ্যে ১৮ জন পুরুষ এবং ২৫ জন নারী রয়েছে।পুলিশ গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করে আদালতে পাঠিয়েছে।এই ঘটনায় স্থানীয় সূত্রের তথ্য অনুসারে, পুলিশ অভিযানটি ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রিত এবং পরিকল্পিত।