বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়েছে ভোলায়। এরই ধারাবাহিকতা শোভাযাত্রা, পাড়া ও মহল্লায় প্রিয় দলের পতাকা উঠানো এবং জার্সি গায়ে ঘুরে বেড়ানো। এমনই চিত্র এখন শহরজুড়ে।

আর্জেন্টিনা ও পোল্যান্ড মধ্যকার খেলায় আর্জেন্টিনার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ভোলার আর্জেন্টিনা সমর্থকরা। স্পোর্টসের দোকানগুলোতেও যেন জার্সি কেনাবেচার ধুম পড়েছে। তবে অপেক্ষাকৃত  আর্জেন্টিনার জার্সি বেশি বিক্রি হচ্ছে বলে মনে করেছেন সমর্থকরা। আর্জেন্টিনার এক সমর্থক মোহাম্মদ রাহাত বলেন- আর্জেন্টিনা মানেই হচ্ছে আর্জেন্টিনা, শুধুমাত্র আর্জেন্টিনা পারে বিশ্ববাসীকে নান্দনিক খেলা উপহার দিতে। আমরা মনে করছি আর্জেন্টিনা আজকের ম্যাচে অবশ্যই জয় লাভ করবে। আরেক সমর্থক মোহাম্মদ মেহেদী হাসান বলেন, আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থন করি,আর্জেন্টিনা খেলা অনেক ভালো লাগে। আশা করি এবারও আর্জেন্টিনা ভালো খেলা উপহার দিয়ে নিজেদের কাঙ্খিত জয় ছিনিয়ে আনবে। ব্রাজিলের সমর্থক সিয়াম ও রায়হান বলেন, আমরা ব্রাজিলের সমর্থক হলেও চাই আজকের ম্যাচে আর্জেন্টিনা জিতুক,আর্জেন্টিনা ব্রাজিল না থাকলে, বিশ্বকাপের মতো বড় মঞ্চ রোমাঞ্চকর হবে না। অপূর্ব সুমন বলেন,আমরা আজকের ম্যাচে আর্জেন্টিনার সবচেয়ে সেরা তারকা মেসির দিকে তাকিয়ে থাকবো যাতে আজেকও আমাদের ভালো খেলা উপহার দিয়ে জয় ছিনিয়ে আনতে পারে।