গণতন্ত্রী পার্টি নেতা আব্দুল হান্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।গণতন্ত্রী পার্টি কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান।গত মঙ্গলবার সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ শোক জানান।গণতন্ত্রী পার্টির নেতা,মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী,লেখক, সাহিত্যিক, কবি,ওপন্যাসিক,চিকিৎসক  আব্দুল হান্নান(৯২) মঙ্গলবার সকাল ৫ টায় কিশোরগঞ্জ সদর উপজেলার নিজ বাড়িতে বাধর্ক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন। নেতারা মরহুমের বিদেহী আত্নার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সব সদস্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহীদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন।-সংবাদ বিজ্ঞপ্তি