জুলাই গনঅভ্যুত্থানে শহীদ ও আহতদেরকে ৬৩৭ কোটি ৮০ লক্ষ টাকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার এমনটাই জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

জুলাই গনঅভ্যুত্থানে শহীদ ও আহতদেরকে ৬৩৭ কোটি ৮০ লক্ষ টাকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার এমনটাই জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ ৬ জানুয়ারি তার ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে তিনি এ কথা জানান। সেখানে বলা হয়,  শহীদ পরিবারের জন্য ৩০ লক্ষ টাকার সঞ্চয়পত্র এবং আহত পরিবারের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ৫ থেকে ১ লক্ষ টাকা প্রদান করা হবে। বরাদ্দকৃত অর্থের মধ্যে ২৩২ কোটি ৬০ লক্ষ টাকা চলতি অর্থবছরের বাজেট হতে ব্যয়িত হবে। বাকি টাকা জুলাইতে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে বরাদ্দ করা হবে। এ প্রক্রিয়ায় শহীদদের পরিবারকে জানুয়ারি থেকে ১০ লক্ষ টাকার সঞ্চয়পত্র এবং জুলাই থেকে বাকি ২০ লক্ষ টাকার সঞ্চয়পত্র হস্তান্তর করা হবে। একইসাথে আহতদের নগদ অর্থ প্রদানের পাশাপাশি চিকিৎসার প্রাসঙ্গিক ব্যয়ও পর্যায়ক্রমে মেটানো হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরকে সম্পূর্ণ প্রক্রিয়াটি পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।