দীর্ঘদিনের বিচারিক শূন্যতা ও দুর্ভোগের অবসান ঘটিয়ে অবশেষে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় যোগদান করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন। গত সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) তিনি দায়িত্ব গ্রহণ করলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গলাচিপায় দীর্ঘদিন ধরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পদ শূন্য থাকায় সাধারণ মানুষকে ন্যায়বিচার পেতে জেলা সদর বা অন্য উপজেলায় যেতে হতো। এতে সময়, অর্থ ও ভোগান্তির শিকার হতেন বিচারপ্রার্থী মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা ছিলেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।

নবনিযুক্ত ম্যাজিস্ট্রেট দায়িত্ব গ্রহণের পরপরই আন্তরিকতা ও মানবিকতার পরিচয় দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে মামলাগুলোর শুনানি শুরু করেছেন। তিনি জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে দ্রুত বিচার নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

গলাচিপা উপজেলা আইনজীবী সমিতির সভাপতি বলেন, “আমরা বহুদিন ধরে এই শূন্যতা পূরণের দাবি জানিয়ে আসছিলাম। অবশেষে আজ আমরা আশার আলো দেখতে পাচ্ছি। নতুন ম্যাজিস্ট্রেটকে আমরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে সাদরে গ্রহণ করেছি।”

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, বিচার ব্যবস্থার কার্যকর উপস্থিতি আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন ম্যাজিস্ট্রেটের যোগদানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নিজ দায়িত্ব সম্পর্কে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন বলেন, “আমি চেষ্টা করবো যাতে প্রত্যেক বিচারপ্রার্থী ন্যায়বিচার পান এবং বিচার ব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়। গলাচিপার জনগণের সহযোগিতাই আমার অনুপ্রেরণা।”