পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পানপট্রি ইউনিয়নের জুলাই-২৪ গণহত্যায় শহিদ মো. আতিকুল ইসলাম এর পরিবারের কাছে ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়েছে

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পানপট্রি ইউনিয়নের জুলাই-২৪ গণহত্যায় শহিদ মো. আতিকুল ইসলাম এর পরিবারের কাছে ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়েছে।
২৮ মার্চ রাতে বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসাইন এর সৌজন্যে শহীদ পরিবারকে এ উপহার প্রদান করা হয়। 
শহীদ পরিবারের কাছে ঈদ সামগ্রী উপহার তুলে দেন পানপট্টি ইউপি চেয়ারম্যান মো. মাসুদ রানা। এসময় আনোয়ার হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য, জুলাই -২৪ বিপ্লবে শহীদ হন পটুয়াখালী জেলার গলাচিপা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রূপনগর এলাকার বাসিন্দা শাহ আলম মাস্টারের চার ছেলের মধ্যে সবার ছোট শহীদ মোঃ আতিকুল ইসলাম রুবেল। তাঁর ডাক নাম রুবেল। রুবেল জন্মগ্রহণ করেন ১৯৯৪ সালে। ২০০৭ সালে গলাচিপা সরকারি টেক্সটাইল ইনস্টিটিউট থেকে গোল্ডেন এ+ নিয়ে এসএসসি শেষ করে, বরিশাল সরকারি টেক্সটাইল কলেজ থেকে ২০১১ সালে টেক্সাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। পরে ঢাকা সিটি ইউনিভার্সিটি থেকে ২০১৪ সালে একই বিষয়ে বিএসসি সম্পন্ন করে ঢাকার বারিধারা এলাকায় জাস্টেক্স বায়িং হাউজে চাকরিতে যোগদান করেন। সর্বশেষ সিনিয়র মার্চেন্ডাইজার পদে কর্মরত ছিলেন। ২০১৭ সালের ২৯ জুন পাশের রাঙ্গাবালী উপজেলার জসিম উদ্দিনের মেয়ে মোসা: তামান্না (২৬) এর সাথে পারিবারিকভাবে বিয়ে হয় রুবেলের। তাদের ঘরে আলিসবা ইসলাম ফারিস্তা নামের প্রায় দুই বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
তাঁর স্ত্রী তামান্না (২৭) একজন সাধারন গৃহিণী। শহীদের স্ত্রী ও সন্তানের জীবন পরিচালনার জন্য আর কোন আয়ের উৎস নেই।