২৫ ডিসেম্বর (মঙ্গলবার) বিকালে বামনডাঙ্গা আব্দুল হক ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো: বাবুল আহম্মেদ। খেলায় সভাপতিত্ব করেন, বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুলের অধ্যক্ষ মো: আবুল কাশেম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এম এ গফ্ফার মোল্লা, সদস্য সচিব মো: মাহমুদুল প্রামাণিক, বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো: আব্দুল জব্বার, বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো: রাশেদুল ইসলাম বাবু, উপজেলা যুব দলের আহ্বায়ক মো: আব্দুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: সগির খাঁন, ইউনিয়ন যুব দলের আহ্বায়ক মো: ফজলুল হক, যুগ্ন আহ্বায়ক মো: রেজাউল করিম (রেজা), সদস্য সচিব মো: শফিকুল ইসলাম, শান্তিরাম ইউনিয়ন যুব দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাজু, সর্বানন্দ যুব দলের সদস্য সচিব সাদ্দাম হোসেন টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভাই ভাই স্পোর্টিং ক্লাব (মোল্লাপাড়া) দল ৪-০ গোলে ঠাকুরপাড়া ক্রিকেট এন্ড ফুটবল দলকে পরাজিত করে।