গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শহীদ আবু সাঈদ স্মরণে ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

২৫ ডিসেম্বর (মঙ্গলবার) বিকালে বামনডাঙ্গা আব্দুল হক ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো: বাবুল আহম্মেদ। খেলায় সভাপতিত্ব করেন, বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুলের অধ্যক্ষ মো: আবুল কাশেম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এম এ গফ্ফার মোল্লা, সদস্য সচিব মো: মাহমুদুল প্রামাণিক, বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো: আব্দুল জব্বার, বামনডাঙ্গা  ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো: রাশেদুল ইসলাম বাবু, উপজেলা যুব দলের আহ্বায়ক মো: আব্দুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: সগির খাঁন, ইউনিয়ন যুব দলের আহ্বায়ক মো: ফজলুল হক, যুগ্ন আহ্বায়ক মো: রেজাউল করিম (রেজা), সদস্য সচিব মো: শফিকুল ইসলাম, শান্তিরাম ইউনিয়ন যুব দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাজু, সর্বানন্দ যুব দলের সদস্য সচিব সাদ্দাম হোসেন টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভাই ভাই স্পোর্টিং ক্লাব (মোল্লাপাড়া) দল ৪-০ গোলে ঠাকুরপাড়া ক্রিকেট এন্ড ফুটবল দলকে পরাজিত করে।