নওগাঁর মহাদেবপুর উপজেলায় প্রমিলা মহিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁর মহাদেবপুর উপজেলায় প্রমিলা মহিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩:০০ টায় উপজেলার ভীমপুর ইউপির সরস্বতীপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ৯নং চেরাগপুর ও ১০ নং ভীমপুর ইউপির বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও স্থানীয় সকলের সহযোগিতায় এই প্রীতি ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেন পঞ্চগড় জেলা মহিলা দল ও বগুড়া জেলা মহিলা দল।খেলা পুণ্য সময় চলাকালীন কোন দল গোল না করায় ট্রাইব্রেকার দেওয়া হয়।ট্রাইব্রেকারে বগুড়া জেলা মহিলা দল পঞ্চগড় মহিলা দলকে পরাজিত করে। খেলায় জাতীয়তাবাদী শ্রমিকদল নওগাঁ জেলা শাখার সভাপতি জনাব এ এম জিল্লুর রহমান বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহাদেবপুর উপজেলার চেয়ারম্যান জনাব মো: আব্দুস সাত্তার নান্নু। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃতি ফুটবলার বাংলাদেশ জাতীয় প্রমিলা ফুটবল দলের আইরিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মহাদেবপুর উপজেলার মহিলা ভাইসচেয়ারম্যান মোছা: মর্জিনা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন, হাতুর ইউপির চেয়ারম্যান জনাব এনামুল হক, ভীমপুর ইউপির চেয়ারম্যান জনাব বাবু রামপ্রসাদ ভদ্র, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি হাশমত আলী,মহাদেবপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো: রিপন মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সবুজ হোসেন প্রমুখ ও উপজেলার বিএনপি'র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ অন্যান্য আয়োজক কমিটিবৃন্দ।