গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান আর আর এ সি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় শাখার ব্যাবস্থাপনায় খাজা আবদুর রহমান চৌহরভী (রহঃ), কুতুবুল আউলিয়া সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রহঃ), গাউছে জামান সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহঃ)'র সালানা ওরশ মোবারক ও অনলাইন নাত জলসার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার (৪ জুলাই) রাউজান পৌরসভার সুলতানপুরস্থ খানকায়ে কাদেরীয়া তৈয়্যবীয়া (সাজনূর খানকাহ শরীফ) প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।


সংগঠনের সভাপতি মুহাম্মদ রিয়াদ উদ্দীনের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি সুলতানপুর উত্তর শাখার উপদেষ্টা মুহাম্মদ মুনছুর, সভাপতি মওলানা মুহাম্মদ শওকত হোসাইন, কর্মকর্তা মুহাম্মদ আব্দুল হামিদ, তাহেরীয়া ইসলামীয়া সাংস্কৃতিক ফোরামের চেয়ারম্যান শায়ের মাওলানা সৈয়্যদ এহসান কাদের, স্কুল শাখার উপদেষ্টা রায়হান উদ্দীন, উপদেষ্টা মুহাম্মদ ইয়াছিন, উপদেষ্টা মুহাম্মদ মোদাচ্ছের হোসেন। 


এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ওসমান গণি, শাওন, মোবারক, মশকুর, শাহরিয়ার হোসেন, মিরাজ রেজা, শায়ের এমদাদ, মোতাহের হোসেন, শামসুত তাবরীজ, ওমর ফারুক কাদেরী, মিজান, সোহান প্রমুখ।