গাজায় চলমান গণহত্যার প্রতিবাদ এবং তা বন্ধের দাবিতে জামালপুরে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) জুম্মার নামাজের পর পৌর সভার  লাঙ্গলজোড়া উচ্চ বিদ্যালয় এর সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শুরু হয়। 

সমাবেশে সভাপতিত্ব করেন জনাব মোঃ মাহাতাসিন খান রাইম  

  এছাড়াও বক্তব্য রাখেন মোঃ সিফাত , মোঃআমিনুল ইসলাম পলাশ   মোঃ ফাহিম  সহ আর  অনেকে।


বক্তারা গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং বিশ্ব সম্প্রদায়ের প্রতি অবিলম্বে এ গণহত্যা বন্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

এসময় বিক্ষোভকারীরা গাজায় হত্যাযজ্ঞ বন্ধ করো, ইসরায়েলি পণ্য বর্জন করো, বিশ্ব মুসলিম এক হও ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। বক্তারা ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে সকলকে সচেতন হওয়ার অনুরোধ জানান।


এ সময় সাধারণ মানুষ, , শিক্ষক, ছাত্র ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তারা জানান, মানবতার পক্ষে অবস্থান নেওয়াই এখন সময়ের দাবি।


জেলার অন্যান্য মসজিদেও একই দাবিতে জুমার নামাজের পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।