গাজায় ইসরাইলি নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে এবং গাজার নির্যাতিত মানুষের প্রতি বৈশ্বিক সংহতি জানিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার গংসারহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে মানবিক ও সামাজিক সংগঠন "সময়ের বন্ধু"

জুমার নামাজ শেষে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। তারা “গাজা তুমি একা নও”, “ইসরায়েলি বর্বরতা বন্ধ করো”, “মানবতা রক্ষা করো”—এমন নানা প্রতিবাদী স্লোগানে গগনবিদারী আওয়াজ তোলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির ১০ নং শান্তিরাম ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ফরিদুল ইসলাম। তিনি বলেন, “গাজায় প্রতিনিয়ত যে নৃশংসতা চালানো হচ্ছে, তা মানবতার জন্য হুমকি। সময়ের বন্ধু সংগঠনের পক্ষ থেকে আমরা এই বর্বরতার বিরুদ্ধে আমাদের কণ্ঠ তুলেছি।”

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “যখন দরকার, তখন পাশে”—এই মূলনীতিতে বিশ্বাসী হয়ে তারা সবসময় মানবিক সংকটের মুহূর্তে মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত।

এই কর্মসূচির মাধ্যমে গাজার পক্ষে সংহতি জানিয়ে সুন্দরগঞ্জবাসী একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বিশ্ববিবেকের প্রতি।