গত ১৮ এপ্রিল গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার জিনিয়া বাজারে অনুষ্ঠিত মেলায় দায়িত্বে থাকা গ্রাম পুলিশ ও আনসার বাহিনীর কয়েকজন সদস্যের বিরুদ্ধে দোকানিদের কাছ থেকে ‘চা খাওয়ার’ নাম করে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে উপস্থিত দৈনিক মর্নিং পোস্ট–এর প্রতিবেদক বিষয়টি সরেজমিনে প্রত্যক্ষ করেন।

সংশ্লিষ্ট ব্যক্তিদের কারো আচরণে কোনো রকম দুর্ব্যবহার বা প্রকাশ্য জোরাজুরি দেখা না গেলেও, তারা মেলার অস্থায়ী দোকানিদের কাছে গিয়ে ‘চা খাওয়ার জন্য কিছু দেন’—এই ধরনের কথার মাধ্যমে অর্থ গ্রহণ করছিলেন। দোকানিরাও পরিস্থিতি বুঝে স্বতঃস্ফূর্তভাবে কিছু অর্থ তুলে দিচ্ছিলেন। তবে কোথাও কোনো রশিদ বা সরকারি অনুমোদনসংক্রান্ত কাগজপত্র দেখা যায়নি।

ঘটনার সময় যারা অর্থ দিয়েছেন, তারা কেউ প্রকাশ্যে অভিযোগ করেননি, তবে এই ধরনের ‘ইঙ্গিতপূর্ণ আদান-প্রদান’কে দায়িত্বশীল আচরণ হিসেবে দেখছেন না অনেকেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছ থেকে এমন আচরণ প্রশ্নের জন্ম দেয়—বিশেষ করে যখন তারা একটি জনসমাগমপূর্ণ মেলায় নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন নাগরিকরা মনে করছেন, এমন কর্মকাণ্ড ভবিষ্যতে দায়িত্ব পালনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে পারে।

মেলার সার্বিক পরিবেশ ছিল শান্তিপূর্ণ, তবে এমন বিচ্ছিন্ন কিছু ঘটনার উপস্থিতি পুরো ব্যবস্থাপনাকেই প্রশ্নবিদ্ধ করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলা যায়, ভবিষ্যতে এ ধরনের ঘটনাগুলোর প্রতি মনোযোগ দেওয়া জরুরি, যাতে দায়িত্ব পালনের আড়ালে কেউ ব্যক্তিগত সুবিধা না নিতে পারে