ফিলিস্তিনের গাজায় ইজরাইল কর্তৃক নিরীহ মুসলমানদের গনহত্যার প্রতিবাদে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়ন এর সর্বস্তরের মুসলিম জনতার উদ্ধোগ্যে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

মঙ্গলবার (৮ই এপ্রিল) বিকালে নবীগঞ্জ উপজেলার চৌধুরী বাজারে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে সর্বস্তরের মুসলিম জনতার উপস্হিতে বক্তব্য রাখেন, সেলিম আহমেদ ইব্রাহিম, আব্দুল্লাহ রাজিব সাদি,  ইমরান নাজির,  আবদুল হাই, মূফতি আবু সুফিয়ান,   সমাপনী বক্তব্য রাখেন, শাহ  সাদিকুর রহমান সাহেবজাদায়ে  বিলপাড়ী,

এছাড়া আরো উপস্থিত ছিলেন, মোঃ ফিরুজ মিয়া , ইসমত আহমেদ,  এস এম সেলিম, ক্বারী সুফি মিয়া,  ক্বারী আল আমিন, হাফেজ আঃ আজিজ,  ক্বারী রুবেল, আবু বক্কর প্রমূখ।

এসময়, বক্তারা ফিলিস্তিনের গাজায় নিরীহ মুসলমানদের গনহত্যা বন্ধের জোর দাবি জানান ও সকল মুসলিম  দেশকে গাজাবাসীর এই বিপদের সময় এগিয়ে আসার আহব্বান জানান।