গাজায় চলমান ইসরায়েলি নৃশংস হামলা ও গণহত্যার তীব্র প্রতিবাদ এবং গাজার নির্যাতিত মানুষের প্রতি বৈশ্বিক সংহতি জানিয়ে গংসারহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করে সামাজিক সংগঠন "সময়ের বন্ধু"।
এই কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির ১০ নম্বর শান্তিরাম ইউনিয়ন শাখার সভাপতি মোঃ ফরিদুল ইসলাম। তিনি বলেন, “ইসরায়েলের বর্বর হামলায় গাজায় প্রতিদিনই শিশু, নারী ও সাধারণ মানুষ নিহত হচ্ছে। এটা কেবল রাজনৈতিক ইস্যু নয়, বরং এক ভয়াবহ মানবিক বিপর্যয়। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং বিশ্বের সকল বিবেকবান মানুষকে গাজার পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।”
বিক্ষোভ মিছিলটি গংসারহাট বাজার এলাকা প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার বহন করে “গাজা তুমি একা নও”, “ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্র”, “মানবতার পক্ষে দাঁড়াও” ইত্যাদি স্লোগান দেন।
“সময়ের বন্ধু” সংগঠনের আয়োজকরা জানান, গাজায় সাধারণ মানুষের ওপর যে নির্মমতা চালানো হচ্ছে, তা বিশ্ব বিবেককে নাড়া দেওয়ার মতো। তারা ভবিষ্যতেও এমন সচেতনতা মূলক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।