ঢাকা কলেজ সাংবাদিক সমিতিতে শিবিরের দলীয় হস্তক্ষেপের অভিযোগ এনে ফেসবুকে স্ট্যাটাস দেয় সমিতির সদ্য সাবেক সাধারণ সম্পাদক মেহেদি হাসান তালহা। যা মুহূর্তে ভাইরাল হয় এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় ঢাকা কলেজ ছাত্রদল ও অন্যান্য ছাত্রসংগঠন।


ঢাকা কলেজ সাংবাদিক সমিতিতে শিবিরের দলীয় হস্তক্ষেপের অভিযোগ এনে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সমিতির সদ্য সাবেক সাধারণ সম্পাদক মেহেদি হাসান তালহা। তিনি এক ফেসবুক পোস্টে বলেন, " প্রতিবছর সাংবাদিক সমিতির নির্বাচন এলেই অভিভাবক কিংবা এই সমিতির একচ্ছত্র ক্ষমতাধর হিসেবে আবির্ভাব ঘটে ছাত্রশিবিরের সভাপতি এবং সেক্রেটারির। যেন এই সাংবাদিক সমিতি তাদেরই একটা শাখা, এখানে তারা যা বলবেন তাই শেষ কথা। "
তিনি আরও বলেন, "কলেজের একটা সামাজিক সংগঠনের ওপর নির্দিষ্ট একটা ছাত্রসংগঠন এককভাবে আধিপত্য বিস্তার করছে, সাংবাদিক হওয়ার স্বপ্ন নিয়ে আসা কলেজের প্রত্যেকটি ছেলের সঙ্গে তারা প্রতারণা করছে, নিজ আদর্শের বিরোধী হলে কেউ ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সদস্য হতে পারে না, তখন থেকেই নিজেকে অনেকটা গুটিয়ে ফেললাম, যেহেতু সমিতির ৯০ শতাংশের বেশি সদস্য তাদের মতাদর্শের দেখেই এখানে সংযুক্ত করা হয়, তাই একার পক্ষে আমার কিছুই করার ছিল না, এরপর হঠাৎ শুনি তারা আমার নামে অভিযোগ দিয়েছে আমি নাকি সমিতির নীতিবিরোধী কাজ করেছি, বিতর্কিত কর্মকাণ্ড করেছি, অথচ আজ পর্যন্ত তারা এর প্রমাণ দিতে পারেনি। বরং নীতিবিরোধী কাজ করেছে তারা।" 
এই লম্বা পোস্টের পড়েই ঢাকা কলেজ শাখা ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন ও ছাত্রফ্রন্ট সহ ক্রিয়াশীল রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে। 
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার আহ্বায়ক আফজাল হোসেন বলেন, " ছাত্রশিবির যদি ছাত্রলীগ কায়দায় ঢাকা কলেজে অবস্থান করতে চায় ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থী তাদেরকে এক মিনিটও ক্যাম্পাসে দাড়াতে দিবে না। আমার আহ্বান থাকবে শুধু ঢাকা কলেজ নয়, বাংলাদেশের যত সাংবাদিক হাউজ এ জামায়াত শিবির দখল করে রেখেছে তাদের প্রতিহতের সময় এসেছে। "
ঢাকা কলেজ শাখা সদস্য সচিব পিয়াল হোসেন বলেন, " আজকে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সেক্রেটারির ফেসবুক পোস্টের মাধ্যমে প্রমানিত হয়েছে ঢাকা কলেজ সকল সামাজিক সংগঠনে গুপ্তভাবে শিবির হস্তক্ষেপ করে যাচ্ছে। আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাসে সকল ইতিবাচক কাজে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে সহযোগিতা করব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের সংগঠন। শিক্ষার্থীদের প্রয়োজনে সকল অপতৎপরতার বিরুদ্ধে আপনাদের পাশে থেকে আমরা কাজ করব এবং সকল অপতৎপরতা রুখে দিব। "
এ বিষয়ে ঢাকা কলেজ শাখা শিবিরের সভাপতি মোস্তাকিম আহমেদ বলেন, " ঢাকসাসের উপরে ছাত্রশিবিরের নিয়ন্ত্রণ আছে মর্মে মেহেদী হাসান তালহার অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 
নিজেদের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ধামাচাপা দেওয়ার জন্যই শিবিরের উপর এই দায় চাপানোর অপচেষ্টা চালাচ্ছে বলে মনে করছি।

ছাত্রশিবির সবসময় গঠনমূলক কাজের সাথে যুক্ত থাকে বলে এটা শিবিরের দুর্বলতা মনে করার কোন কারণ নেই। এই ধরনের মিথ্যা, ভিত্তিহীন কোন অভিযোগ পরবর্তীতে করা হলে এই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো। "