নারায়নগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন আব্দুল সোবহান মিয়া ও তার ৪ ছেলেকে পিটিয়ে আহত করে বাড়ীতে লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার সকাল ১০ ঘটিকায় উপজেলার কলাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আবদুল সোবহান মিয়ার লিখিত অভিযোগ থেকে জানা যায়, একই এলাকার ওমর খানের ছেলে ওমর ফারুক , জহুরুল ও আল-আমিনের সঙ্গে তার বেশ কিছুদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ঐ বিরোধের জের ধরে সোমবার সকালে প্রতিপক্ষরা সোবহান মিয়াকে তার বাড়ির সামনে পাকা রাস্তার উপরে পূর্বপরিকল্পিতভাবে তার উপর হামলা চালিয়ে তাকে বেধড়ক পেটায়। এক পর্যায়ে সোবহান মিয়াকে বাঁচাতে তার ছেলে ফেরদৌস, আলামিন, হাসিবুর ও মাজাহারুল এগিয়ে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। পরে হামলাকারীরা তাকে লোহার রড দিয়ে এলাপাথারীভাবে পেটাতে থাকে। এসময় আশপাশের লোকজন সোবহান মিয়ার ডাক চিৎকারের শব্দ পেয়ে এগিয়ে আসতে দেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় সোমবার দুপুরে সোবহান মিয়া ও তার ছেলেরা অভিযোগ করতে রূপগঞ্জ থানায় গেলে তাদেরকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে অভিযোগ পাওয়া গেছে।
পরে সোবহান মিয়ার স্ত্রী লুৎফা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।