নয় ঘণ্টার ব্যবধানে আবারও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে।

বুধবার রাতে রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, “পরিবর্তিত তারিখ অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাকসুর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। যেহেতু ২৮ তারিখ সনাতন ধর্মাবলম্বীদের মহাষষ্ঠী, বিষয়টিকে সম্মান জানিয়ে নির্বাচনের তারিখ এগিয়ে আনা হয়েছে। শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে বিক্ষোভ করছিল, আমরাও তা অনুধাবন করেই এ সিদ্ধান্ত নিয়েছি।”

এর আগে দুপুরে রাকসু নির্বাচনের ভোটগ্রহণের জন্য ২৮ সেপ্টেম্বর দিন দিয়েছিল নির্বাচন কমিশন। এ দিনটি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠী হওয়ায় তা নিয়ে সমালোচনা চলছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী রয়েছেন প্রায় সাড়ে তিন হাজার।

এর মধ্যেই সন্ধ্যার পর রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে সভায় বসে কমিশন। সেখানেই নতুন করে ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়। রাত ৯টা পর্যন্ত সভা চলছিল।

রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে এবং হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তাদের থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।