ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা আইনজীবী সমিতি

ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা আইনজীবী সমিতি। বৃহস্পতিবার দুপুরে জেলা জজ কোর্টের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আদম সুফি, জিপি অ্যাডভোকেট এম এ আব্দুল বারী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, অ্যাডভোকেট আকবর আলী, অ্যাডভোকেট আহসান হাবিব প্রমূখ। এ এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে ইসরাইল। দখলদার ইসরাইলী বাহিনী ধর্মীয় প্রতিষ্ঠান এমনকি হাসপাতালেও হামলা চালাচ্ছে, হত্যা করছে। এখন থেকে আমরা সবাই অঙ্গীকারাবদ্ধ হই। দখলদার ইসরায়েলসহ যারা তাদের সহযোগিতা করছে তাদের সকল পণ্য বর্জন করি। বিক্ষোভ সমাবেশে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন।