২০২৪ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ, মসজিদ পাঠাগার উদ্বোধন, শিক্ষক উন্নয়ন সংলাপ এবং গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

২০২৪ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ, মসজিদ পাঠাগার উদ্বোধন, শিক্ষক উন্নয়ন সংলাপ এবং গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৬ অক্টোবর) বিকেলে টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের উদ্যোগে এবং ডুমদিয়া মিয়া হোসেন বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের সহায়তায় টোকের মানব উন্নয়ন চত্বর-ডুমদিয়া উত্তরপাড়ায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার এ কে এম লুৎফর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন-গাজীপুরের উপ-পরিচালক মো. মনজুরুল আলম মজুমদার,  কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন। আরো বিশেষ অতিথি ছিলেন দি রয়েল পাবলিশার্স-ঢাকা এর প্রকাশক ও জামাল আহমেদ পাঠাগার-খিরাটির প্রতিষ্ঠাতা জামাল উদ্দিন আহমেদ।টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের সভাপতি মোহাম্মদ মনজুরুল হক গাজীর সভাপতিত্বে এবং এ ফোরাম পাঠাগারের সাধারণ সম্পাদক এম. সাইফুল ইসলাম ও কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক মাওলানা সোহায়েল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক উন্নয়ন সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবুল কাসেম, সুলতানপুর দরগাপাড়া শাহী মসজিদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম, শিক্ষক কামরুজ্জামান সবুর, শিক্ষক মোমতাজ উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আলী হোসেন।জন প্রশাসনের মাধ্যমে মানবসেবায় বিশেষ অবদান রাখায় প্রধান অতিথি উপজেলা নিবার্হী  অফিসার এ কে এম লুৎফর রহমানকে, শিক্ষকদের জীবনমান উন্নয়নে বিশেষ অবদান রাখায় ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মো. মনজুরুল আলম মজুমদারকে, কাপাসিয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় কাপাসিয়া থানার ওসি মো.কামাল হোসেনকে, পাঠাগার স্থাপন ও পাঠাগারে পুস্তক প্রদানের মাধ্যমে জ্ঞান বিতরণ কাজে বিশেষ অবদান রাখায় দি রয়েল পাবলিশার্স,ঢাকা এর প্রকাশক জামাল উদ্দিন আহমেদকে, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও সাংবাদিক নেতা হিসেবে বিশেষ অবদান রাখায় কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেনকে গুণীজন সম্মাননা স্মারক প্রদান করা হয়।পরে অতিথিবৃন্দ ফিতা কেটে এবং বোর্ডের পর্দা উঠিয়ে ডুমদিয়া মিয়া হোসেন বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ পাঠাগার উদ্বোধন করেন।কাপাসিয়ায় বিশ্ব শিক্ষক দিবস উৎযাপন, ও র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত সারাদেশ দ্বিতীয় পর্বে  বাংলাদেশ শিক্ষক উন্নয়ন সমিতির আয়োজনে শিক্ষকদের নিয়ে শিক্ষক উন্নয়ন সংলাপ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। কিন্তু নিম্নচাপজনিত বৃষ্টিপৃর্ণ বৈরী আবহাওয়ার কারণে তখন অনুষ্ঠানটি করা সম্ভব হয়নি।অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিলো যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম কাপাসিয়া শাখাযুগান্তর, সমকাল,আমাদের সময়,দৈনিক প্রথম বাংলা, দেশ রূপান্তর, আজকের পত্রিকাসহ অন্যান্য জাতীয় দৈনিকের কাপাসিয়ার সাংবাদিকবৃন্দসহ অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।