গাজীপুরের শ্রীপুর ছেলে গ্রেফতারের খবর শুনে চিৎকার করে জ্ঞান হাড়িয়ে এক বৃদ্ধ পিতার মৃত্যু হয়েছে। উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত জব্বার আলী(৬৭) ওই গ্রামের মৃত শাজাহান মুন্সির ছেলে। নিহতের ছেলে মো. কবির হোসেন ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ।জুলাই বিপ্লবের হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে গত বুধবার(৪ডিসেম্বর) দুপুরে পুলিশ কবিরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। সরেজমিনে নিহতের বাড়িতে গিয়ে দেখাযায় এক হৃদয় বিদারক দৃশ্য। জব্বারের পাঁচ মেয়ে,স্ত্রী স্বজনরা আহাজারী করছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বাড়ির পাশে চলছে কবর খননের কাজ।নিহতের স্ত্রী কদর জান অভিযোগ করে চলেন, আমার ছেলের নামে কোন মামলা ছিলোনা। সে দোকানে ব্যবসা করে। পুলিশ এসে তাকে দোকান থেকে ধরে নিয়ে গেছে। এক মাত্র ছেলের গ্রেফতারের খবর শুনে আমার স্বামী চিৎকার দিয়ে জ্ঞান হারান।বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।নিহত জব্বারের পাঁচ মেয়ে আর একমাত্র পুত্র সন্তান কবির। সে বাবার অতি আদরের ছিল।তাই তার একমাত্র পুত্র সন্তানের গ্রেফতারের খবরে জ্ঞান হাড়িয়ে ফেলে বৃদ্ধ জব্বার।পরিবার সুত্রে জানাযায়, বুধবার দুপুরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। এ খবর শুনে বাবা হাওমাও করে উঠেন। তার পর জ্ঞান হারান। প্রায় সতেরো ঘন্টা পর বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় তার মৃত্যু হয়।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন,কবির হোসেন জুলাই বিপ্লবের হত্যাকান্ডের সাথে জড়িত থাকাল অভিযোগ রয়েছে। তাকে হত্যা মামলায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে ।