অর্থের অভাবে যে সকল দুঃস্থ ও দরিদ্র প্রবীণরা প্রয়োজনীয় চিকিৎসা পাননা তাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করেছে জামায়েত ইসলামীর মানব সেবা ও সমাজ কল্যান পরিষদ। তারই ধারাবাহিকতায় সোমবার (১৭ফেব্রুয়ারী) গাজীপুর মহানগরীর ৩৯নং ওয়ার্ডে সকাল থেকে বিকেল পর্যন্ত হায়দারাবাদ হোসেনিয়া ফাজিল (ডিগ্রি)মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জামায়েত ইসলামীর মানবসেবা ও সমাজ কল্যান পরিষদ এর আর্থিক সহায়তায় দিনব্যাপি বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। চক্ষু ক্যাম্পে সকল দুঃস্থ ও দরিদ্র প্রবীণদের বিনামূল্যে চোখের অস্ত্রোপচারসহ চোখের অন্যান্য সেবা দেয়া হয়।এসময় ফ্রি বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রদান করা হয়,বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চশমা প্রদান এবং পরবর্তী ফলোআপসহ রোগীর থাকা খাওয়া নিশ্চিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,গাজীপুর ২ আসনের জামায়েত ইসলামীর মনোনিত প্রার্থী গাজীপুর মহানগরের নায়েবে আমীর হোসেন আলী। মানবসেবা ও সমাজ কলান পরিষদের পূবাইল থানার সভাপতি, খন্দকার আল আমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর মহানগরের ন্যাশনাল ডাক্টার ফোরাম সভাপতি অধ্যাপক ডাক্টার আমজাদ হোসেন,পূবাইল থানা জামায়েত আমির আশরাফ আলী কাজল।
এ সময় আরো উপস্থিত ছিলেন,নগরীর ৩৯ নং ওয়ার্ড জামায়েত ইসলামী সভাপতি রেজাউল করিম, সহ সভাপতি মো. ওলিউল্লাহ,পুবাইল থানা শাখা ছাত্র শিবির সভাপতি ইকবাল মাহমুদ,পূবাইল থানা প্রশিক্ষন সম্পাদক মাহাদী হাসান নাঈম প্রমুখ।