নীলফামারীর সৈয়দপুর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা সোহেল রানার মোড় প্রতিদিনই তীব্র যানজটে স্থবির হয়ে পড়ে। ব্যস্ততম এই সড়কে যানজটের কারণে সাধারণ পথচারী থেকে শুরু করে চাকরিজীবী, ব্যবসায়ীসহ সব শ্রেণির মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।এলাকাবাসীর অভিযোগ, সোহেল রানার মোড় যেন ঢাকার গুলিস্তানের রাস্তায় পরিণত হয়েছে। প্রতিদিনই এখানে ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকে। ফলে অফিসগামী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ভুক্তভোগী আবু জাহিদ পলাশ, যিনি জীবিকার তাগিদে প্রতিদিন সৈয়দপুরে আসেন, জানান, “তাজির হোটেল থেকে শহীদ জিকরুল হক রোড পর্যন্ত যেতে প্রচুর সময় লাগে। যেখানে কয়েক মিনিটে যাওয়ার কথা, সেখানে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হয়।”
ওষুধ কোম্পানির প্রতিনিধি রেজাউল ইসলাম বলেন, “আমি প্রতিদিন মার্কেটিংয়ের কাজে সৈয়দপুরে থাকি। এক দোকান থেকে অন্য দোকানে ওষুধ সরবরাহ করতে যেখানে ২-৩ মিনিট লাগার কথা, সেখানে ১০-২০ মিনিট লেগে যায়। এতে কাজের গতি মন্থর হয়ে যায়, ব্যবসায়ও ক্ষতি হচ্ছে।”
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন ভুক্তভোগীরা। তারা চান, যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা হোক এবং রাস্তা সম্প্রসারণসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।