গাজীপুরের শ্রীপুরে দোতলা বাস নিয়ে পিকনিকে যাবার পথে বৈদ্যুতিক তারে জড়িয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে।

গাজীপুরের শ্রীপুরে দোতলা বাস নিয়ে  পিকনিকে যাবার পথে  বৈদ্যুতিক তারে জড়িয়ে  ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থীর করুণ  মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। এ  ব্যাপারে ৩ সদস্যের  তদন্ত কমিটি করেছেন গাজীপুর জেলা প্রশাসক।শনিবার(২৩ নভেম্বর)সকাল সাড়ে পৌনে ১০টার সময় উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ এলাকায়  মাটির মায়া রিসোর্টে যাবার পথে পার্শ্ববর্তী  উদয়খালি গ্রামে বৈদ্যুতিক তারে জড়িয়ে এ ঘটনা ঘটে।নিহত তিনজন হলেন মোস্তাকিম রহমান মাহিন (২২), মোজাম্মেল হোসেন নাঈম (২৩) ও জুবায়ের রহমান সাকিব (২৩) নিহতেরা তিন জনই আইইউটির ছাত্র।প্রত্যক্ষদর্শী উদয়খালী গ্রামের জহিরুল ইসলাম জানান, পাশের দোকানে দাঁড়িয়ে ছিলাম, কয়েকটি বিআরডিসি দুতলা বাস যাইতেছিল, হঠাৎ একটি বাস বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে গেলে ফায়ারিং হতে থাকে। এ সময় তাড়াহুড়া করে বাস থেকে নামার সময় ১জন তাৎক্ষণিক ঘটনাস্থলেই নিহত হয় এবং অপর দুইজনকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। পরে হাসপাতাল নেওয়ার পথে ওই দুজনের মৃত্যু হয়।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, ‘ছয়টি দোতলা বিআরটিসি বাস, তিনটি মাইক্রোবাসে ৪৬০ শিক্ষক-শিক্ষার্থী নিয়ে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের পেলাইদ গ্রামের মাটির মায়া নামক রিসোর্টে যাচ্ছিল। সকাল পৌনে ১০টার দিকে উদয়খালী এলাকায় পৌঁছালে একটি বাস রাস্তার পাশে ঝুলে থাকা বৈদ্যুতিক তারে জড়ালে তাতে ছয়জন শিক্ষার্থী গুরুতর আহত হন। তাঁদের মধ্যে মাহিন ঘটনাস্থলেই মারা যায়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ব্যারিস্টার সজীব আহমেদ জানান, পিকনিকে যাবার পথে আকস্মিক বিদ্যায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু এবং অপর ১০ জন আহতের  ঘটনায় অন্যান্য শোকাহত শিক্ষার্থীরা পিকনিকের সকল কার্যক্রম স্থগিত করে শুধু মধ্যাহ্নভোজের পর সুশৃঙ্খলভাবে তারা পিকনিক স্পট ত্যাগ করেন।তিনি জানান, এ ঘটনায় জেলা প্রশাসকের পক্ষ থেকে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারো গাফিলতি বা অবহেলার কারনে দুর্ঘটনা ঘটে থাকলে, দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে।আহতদের বিভিন্ন ক্লিনিকে সূচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নিহত এবং আহতদের আত্মীয়-স্বজনদের খবর দেয়া হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসকের মাধ্যমে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিহত এবং আহতদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম বাকি দুজন শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির- ২ এর উপ মহা ব্যবস্হাপক খন্দকার মাহমুদুল হাসান বলেন,  ১১ হাজার বোল্টের ওই বৈদ্যুতিক লাইনটি দুর্ঘটনা স্থলের সড়ক ক্রস করাবস্হায় ছিল। দুর্ঘটনা কবলিত দোতলা বাসটি অপর একটি বাসকে সাইট দিতে গিয়ে দোতলা বাসটি এক দিকে বেশী তাক হওয়াতে অপর অংশ উপরে উঠে বৈদ্যুতিক তারে জড়িয়ে এ দুর্ঘটনার কবলে পড়ে।শ্রীপুর থানার অফিসার ইনচার্জ  জয়নাল আবেদীন মন্ডল বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের পিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্হলে একজনের এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অপর দুইজনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানান তিনি।