গ্রেফতার কৃতদের মধ্যে রয়েছেন কেটুমিজান (ফয়সাল)সাধীন আলামিন এবং গোলাপী। হত্যা কাণ্ডের সময় ধারণকৃত সি সি টিভি ফুটেজ বিশ্লেষণ সনাক্ত ও গ্রেফতার করেছে। পুলিশ জানায় গোলাপী ওই সন্ত্রাসী নারী। যিনি হামলার মূল কেন্দ্রবিন্দুতে ছিল।এ ছাড়া কেটুমিজান ও গোলাপী স্বামী স্ত্রী এবং সাধীন ও আলামিন সুমন সহ অন্যান্য সহযোগী আসামি।। মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান শুক্রবার রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশের একটি টিম তদন্তে নিয়োজিত ছিল এবং সি সি টিভি ফুটেজ বিশ্লেষণ করে এই ৫ জ্ঞানকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। অভিযান চলমান আছে এবং সহযোগীদের ধরার জন্য চেষ্টা চলছে ।