শনিবার (৯ আগষ্ট) দুপুরে সোনাইমুড়ী বাইপাস চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে সোনাইমুড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
সোনাইমুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদের সঞ্চালনায় মানববন্ধনের বক্তব্য রাখেন সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া, সাবেক সভাপতি সামছুল আরেফিন জাফর, খোরশেদ আলম, নাজমুল হক নাজিম, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশারফ হোসেন সুমন, সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মানিক, সিনিয়র সহ সভাপতি সৈয়দ শহিদুল ইসলাম রায়হান, সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ, সাংবাদিক আবদুল মতিন, জসিম উদ্দিন রাজ।
মানববন্ধনে বক্তারা গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে হত্যা ও সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভের উপর বর্বরোচিত হামলাসহ সারাদেশে সাংবাদিক হত্যা, নির্যাতন ও হামলা-মামলার প্রতিবাদের পাশাপাশি অনতিবিলম্বে গাজীপুরে হামলাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
সাংবাদিক নেতৃবৃন্দ আরো বলেন, যদি এ ঘটনায় আইনের যথাযথ প্রয়োগ ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হয় তাহলে আরো কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকরা ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর সোনাইমুড়ী উপজেলা শাখার নেতৃবৃন্দ।