ধর্ষণ,নারী নির্যাতন ও মাদক প্রতিরোধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
চন্দ্রা-নবীনগর মহাসড়কের জিরানি বাজার এলাকায় ধর্ষণ,নারী নির্যাতন,চাঁদাবাজি,সন্ত্রাস ও মাদক প্রতিরোধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার(২৮ ফেব্রুয়ারি)দুপুরে চন্দ্রা-নবীনগর মহাসড়কের জিরানি বাজার এলাকায় কাশিমপুর থানা বিএনপির সদস্য ও ১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শহিদ এর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় বিক্ষোভ মিছিলটি চন্দ্রা-নবীনগর মহাসড়কের জিরানি বাজার থেকে চক্রবতী স্ট্যান্ড পর্যন্ত পদক্ষিণ করে একই স্থানে এসে সমবেত হয়ে বিক্ষোভ মিছিলটি শেষ করেন।
এসময় বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন,যারা ধর্ষণ করে তারা কোন বাবা মার পরিচয় বহন করতে পারে না,যারা চাঁদাবাজি করে তারা কোন দলের বা বংশের লোক হতে পারে না। এছাড়াও যারা মাদককারবারি বা মাদক সেবন করে তারা কোন দলের গোষ্ঠীর লোক হতে পারে না।তাই সকলের উচিত ধর্ষক ও চাঁদাবাজসহ মাদক কারবারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি,সেই সাথে প্রত্যেক মহল্লায় মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে এগুলোকে নির্মূল করা সম্ভব বলে জানান তারা।