গাজীপুরের শ্রীপুরে ১১ মাসের শিশুসহ নাসরিন আক্তার নামে এক নারী চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলে নারীর মৃত্যু হলেও আহত হয়েছেন শিশু।সোমবার (৯ ডিসেম্বর) সকালের দিকে উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর রেলওয়ে স্টেশনের দক্ষিণ দিকে এ ঘটনা ঘটেনিহত নাসরিন আক্তার (৩৫) গফরগাঁও উপজেলার টাঙাবর গ্রামের রাসেল মিয়ার স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে শ্রীপুরে ভাড়া ভাড়া থাকতেন। আহত শিশুর নাম রওজাতুল জান্নাত ১১ মাস।স্থানীয়রা জানান, সকাল থেকেই নাসরিন আক্তার তার শিশুসহ সাতখামাইর আমতলা এলাকায় রেললাইনের পাশে বসা ছিলেন। মোবাইল ফোনে দীর্ঘ সময় কথা বলে কারো সঙ্গে ঝগড়া করছেন। সকাল সাড়ে দশটার দিকে ময়মনসিংহ গামী মহুয়া এক্সপ্রেস ট্রেন সাতখামাইর স্টেশনে আসার পূর্ব মুহূর্তে সে শিশুসহ ট্রেনের নিচে ঝাপ দেন। এতে ঘটনাস্থলেই মারা যান নাসরীন। আহত শিশুকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছেন বলে আমাদের ধারনা।শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার ছাইদুর রহমান বলেন,' সকাল সাড়ে দশটার দিকে মহুয়া এক্সপ্রেস ট্রেন শ্রীপুর থেকে ময়মনসিংহের দিকে যাওয়ার পর এমন ঘটনা শুনেছি। সাতখামাইর এলাকায় ট্রেনের ধাক্কায় নারী শিশু আহত হয়েছেন। আমি রেলওয়ে পুলিশকে অবগত করেছি।