গুচ্ছভুক্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীদের বরণ করে নিতে সম্পূর্ণ প্রস্তুত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)

গুচ্ছভুক্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীদের বরণ করে নিতে সম্পূর্ণ প্রস্তুত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য একটি উষ্ণ ও স্মরণীয় পরিবেশ তৈরি করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এবং ‘চিত্রকৃৎ’ নামক শিল্পসংগঠনের সহযোগিতায়  গোলচত্ত্বরে আয়োজন করা হয়েছে ‘আলপনা উৎসব’।

শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে আলপনায় ফুটিয়ে তুলেছে রঙিন স্বপ্ন ও স্বাগতের বার্তা। 

বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ এন্ড মেরিন সাইন্স   বিভাগের শিক্ষার্থী  বলেন, “ভর্তিচ্ছু ভাই-বোনেরা আমাদের অতিথি। আমরা চাই তারা যেন নোবিপ্রবিতে এসে একটা ইতিবাচক ও প্রাণবন্ত পরিবেশ অনুভব করে। তাই এই আলপনায় আমাদের আন্তরিকতার ছাপ রাখার চেষ্টা করেছি।”

পরীক্ষার প্রস্তুতির ক্লান্তিকে পাশ কাটিয়ে, নতুন প্রজন্ম যেন এই আয়োজন থেকে খুঁজে নিচ্ছে সাহস আর সান্ত্বনা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগ আবারও প্রমাণ করল, শুধু পাঠ্যপুস্তক নয়—শিল্প-সাহিত্যও মানসিক প্রস্তুতির অবিচ্ছেদ্য অংশ।