২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাস আজ মুখরিত হয়ে উঠেছে পরীক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায়

২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাস আজ মুখরিত হয়ে উঠেছে পরীক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায়। দেশের প্রায় প্রতিটি জেলা থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাস পেয়েছে ভিন্ন এক উৎসবের আমেজ। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি নোবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং স্বেচ্ছাসেবক শিক্ষার্থীরা দিনভর কাজ করে যাচ্ছেন। পরীক্ষার্থীদের সহযোগিতায় বিভিন্ন জায়গায় তথ্যকেন্দ্র, মেডিকেল কর্নার, পানির ব্যবস্থা, নামাজের স্থান এবং অভিভাবকদের জন্য ছায়াযুক্ত বিশ্রাম স্থান প্রস্তুত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগেই পরীক্ষার দিনগুলিতে শাটল বাস সার্ভিস চালুর ঘোষণা দেয়। সেই অনুযায়ী, নির্ধারিত সময়সূচি অনুযায়ী অভ্যন্তরীণ ও বাহ্যিক রুটে শাটল বাস চলাচল করছে, যাতে পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াতে কোনো সমস্যা না হয়। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন— "নতুনদের স্বাগত জানাতে পেরে আমরা খুবই আনন্দিত। সবার যেন কোনো ধরনের সমস্যা না হয়, সে জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।" শুধু ছাত্ররাই নয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে গোলচত্বরে আয়োজিত আলপনা উৎসব, নিরাপত্তা ব্যবস্থার জোরদারকরণ, ও সর্বত্র পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়গুলো সকলের প্রশংসা কুড়িয়েছে।