ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের লালখান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এনামুল হক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের লালখান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এনামুল হক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি একই ইউনিয়নের পশ্চিমপাড়া বলেশ্বর গ্রামের বা‌সিন্দা।

জানা যায় মঙ্গলবার দুপুর ১২ টার সময় তিনি বিদ্যালয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। প‌রে চিকিৎসাধীন অবস্থায় বি‌কেল তিনটার দি‌কে  ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়।

গৌরীপুর থানার ও‌সি মির্যা আ‌নোয়ার হো‌সেন জানান, দুর্ঘটনার বিষ‌য়ে তি‌নি এখনও কিছু জানেন না।