নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ২০২৫ শিক্ষাবর্ষের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে তা পবিত্র ঈদুল আযহার ছুটির সঙ্গে সমন্বয় করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ২০২৫ শিক্ষাবর্ষের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে তা পবিত্র ঈদুল আযহার ছুটির সঙ্গে সমন্বয় করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে ২৯ এপ্রিল অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন প্রো-ভিসি, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরবর্তীতে একাডেমিক কাউন্সিলের অনুমোদনের ভিত্তিতে সিদ্ধান্তটি কার্যকর করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত একাডেমিক ক্যালেন্ডারে উল্লিখিত( ১২ থেকে ১৫ মে ২০২৫) পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে এবং তা ঈদুল আযহার ছুটির সঙ্গে মিলিয়ে পুনঃনির্ধারণ করা হয়েছে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস ও পরীক্ষাসমূহ চলমান থাকবে।

এছাড়া পূর্বঘোষিত ৪ জুন ২০২৫ থেকে ঈদের ছুটি শুরুর দিন পরিবর্তন করে তা ১ জুন ২০২৫ থেকে কার্যকর করা হবে। অর্থাৎ, ১ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহের ছুটি শুরু হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তে একাডেমিক ক্যালেন্ডারের ধারাবাহিকতা বজায় থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।