গোপালগঞ্জ জেলায় শুর“ হয়েছে অবৈধ ¯’াপনা উ”েছদ অভিযান নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ কামর“জ্জামান যোগদানের পর থেকে বার বার প্রত্যেকটি মত বিনিময় সভায় ও গণমাধ্যম কর্মীদের মাধ্যমে সরকারি জায়গা দখল করে যারা অবৈধ ¯’াপনা নির্মান করেছেন তাদেরকে তাদের ¯’াপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন।গত ১৮ই আগস্ট দৈনিক ভোরের বানী,মর্নিং পোস্ট ও দৈনিক সকলের বার্তা পত্রিকায় গোপালগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে সাধারন খেটে খাওয়া মানুষের সুবিধার্থে কালেক্টর বাজার নামক একটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের প্রতিষ্ঠান জোর করে উঠিয়ে দিয়ে বিএনপি নেতা এম এইচ খান মঞ্জু জোর দখল করেছে বলে একটি খবর প্রকাশিত হয়।৫ই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্দেশ্য দরিদ্র ও খেটে খাওয়া সাধারণ মানুষের সুবিধার্থে নেয্যমূল্লে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের “কালেক্টর বাজার” নামক একটি প্রতিষ্ঠান উঠিয়ে দিয়ে ওয়াল করে নিজের জায়গা দাবি কেড়ে দখল করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের(বিএনপি)কথিত নেতা এম, এইচ খান মঞ্জুর নির্দেশে তারই পালিত বাহিনী।জেলা প্রশাসনের উদ্দেশ্যে গত ২১শে অক্টোবর সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার লঞ্চঘাট এলাকায় বিএনপি নেতার দখলকৃত জায়গাটি উ”েছদ অভিযান চালিয়ে দখল মুক্ত করা হয়।একই রূপে ২৩শে অক্টোবর বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার পাচুড়িয়া খালের পাড়ে মতিউর রহমান(মতি মেম্বার)নামক এক ব্যক্তির নির্মান করা দোকান ঘর সহ সকল ¯’াপনা জেলা প্রশাসন উ”েছদ করে দখল মুক্ত করেন। ¯’াপনা নির্মাণকারী মতি মেম্বার জায়গাটি সরকারের নিকট হতে নেওয়া দলিলি সম্পত্তি হিসাবে দাবি করলেও জেলা প্রশাসন এর কাছে তা গ্রহন যোগ্য না হওয়ায় তাদের নিয়ম অনুসারে ব্যব¯’া গ্রহন করেন।গত ২২শে অক্টোবর গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সড়ক দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ কামর“জ্জামান বলেন, জেলার বিভিন্ন ¯’ানে সরকারি জায়গা দখল করে যারা অবৈধ ¯’াপনা নির্মান করেছেন জর“রি ভিত্তিতে তা সরিয়ে ফেলার নির্দেশনা দেন। তিনি বিশেষ ভাবে উল্লেখ্য করেন গোপালগঞ্জ শহরের ভিতর দিয়ে চলমান গোপালগঞ্জ ঘোনাপাড়া টু টেকেরহাটের রাস্তার কাজ কিছু অবৈধ দখলদার ও অধিগ্রহণের সমস্যার কারণে বাধাগ্রস্ত হ”েছ। উন্নয়ন কাজে যারা বাঁধার সৃষ্টি করে সরকারের ক্ষতিসাধন করছে তাদের বির“দ্ধে আইনি ব্যব¯’া গ্রহন করা হবে।সরকারি জায়গা দখলদার মুক্ত করার লক্ষ্যে এই উ”েছদ অভিযান চলমান থাকবে বলে জানা যায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে।