গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়েজনে উপজেলা হল রুমে অমর একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আজ সোমবার ১৩ ফেব্রুয়ারি সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে।

 উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে প্রথমে সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরাবতা পালন করা হয়, এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি  আব্দুল লতিফ প্রধান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসাদ্দেক আলী বাদু, থানা ইনচার্জ ইজার উদ্দিন আহমেদ, ফায়ার সার্ভিস কর্মকর্তা আরিফ আনোয়ার, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম পারভেজ, শিক্ষা অফিসার মোঃ রমজান আলী,পি আই ও জহিরুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,ইসলামি ফাউন্ডেশনের প্রতিনিধি লুৎফর রহমান , উপজেলা পরিষদের মসজিদের মুয়াজ্জিন মোঃ নাফিউল ইসলাম  প্রমূখ। প্রস্তুতি  সভায় জানানো হয়, আগামী ২১ শে ফেব্রুয়ারী গোবিন্দগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে রাত ১২.০১ মিনিটে শ্রদ্ধা জানিয়ে সকালে প্রভাতফেরি হবে। এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় ও ছাত্র ছাত্রীদেরকে সঠিক ইতিহাস তুলে ধরে আলোচনা করতে সকলের প্রতি আহবান জানানো হয়েছে। এর পর বেলা ১১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে, মসজিদ সহ সকল ধর্মীয় উপসনালয়গুলোতে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে প্রার্থনা করা হবে বলে জানানো হয়।