গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৭ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, উপজেলা যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও তাঁতীলীগ নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৭ মার্চ) সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাপমারা ইউনিয়নের চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলের সঞ্চালনায় ৭ মার্চ এর অগ্নিঝড়া বক্তব্যের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাবেক এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদ। তিনি বলেন- ৭ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) সমবেত জনসমুদ্রে জাতির উদ্দেশে ঐতিহাসিক ভাষণ দেন বঙ্গবন্ধু।
তাঁর সেই ভাষণ জাতিকে অনুপ্রাণিত করেছে স্বাধীনতার জন্য সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। ফলশ্রুতিতে ১৯৭১ সালে বিশ্বের বুকে মাথা উঁচু করে আত্মপ্রকাশ স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। স্বাধীনতার দীর্ঘদিন পরে হলেও সেই ঐতিহাসিক ভাষণের গুরুত্ব বিবেচনায় ২০১৭ সালে ইউনেস্কো বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ও কামারদহ ইউপি চেয়ারম্যান তৌকির হাসান রচি, উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক পীরজাদা আবু সুফিয়ান মণ্ডল, মেনহাজ সরদার, উপজেলা তাঁতী লীগের সভাপতি ডা. আব্দুল মোমিন শেখ রুবেল, গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফরহাদ আকন্দ, যুগ্মআহবায়ক মুক্তার হোসেন সাদ্দাম, বাবুল ইসলাম প্রমুখ।