তারা ঘণ্টা দুয়েক অবস্থান করে সার্ভার রুমটি পরিদর্শন শেষে নিরাপদ ঘোষণা করলেও আগুনের সূত্রপাতের কারণ বলতে পারেনি।গেল সোমবার (১৫ জুলাই, ২০২৪) রাত সাড়ে ৯টার দিকে মহিমাগঞ্জের সোনারপাড়ায় (বটতলী) অবস্থিত প্রধান গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান নেহান গ্রুপ এর নিজস্ব ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় সার্ভার স্টেশনটির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের ক্ষতি হয়েছে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ বাজার এলাকায় প্রধান গ্রুপের মূল কার্যালয়ের সার্ভার স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপন দল উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তারা ঘণ্টা দুয়েক অবস্থান করে সার্ভার রুমটি পরিদর্শন শেষে নিরাপদ ঘোষণা করলেও আগুনের সূত্রপাতের কারণ বলতে পারেনি।গেল সোমবার (১৫ জুলাই, ২০২৪) রাত সাড়ে ৯টার দিকে মহিমাগঞ্জের সোনারপাড়ায় (বটতলী) অবস্থিত প্রধান গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান নেহান গ্রুপ এর নিজস্ব ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় সার্ভার স্টেশনটির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের ক্ষতি হয়েছে।

তবে এ রিপোর্ট লেখকালে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।জানা গেছে, দিনশেষে প্রধান কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা চলে গেলে রাত সাড়ে ৯টার দিকে সার্ভার স্টেশন রুম থেকে কালো ধোঁয়া ও দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এর কিছু পরেই সেখানে আগুনের শিখা দেখে ভবনের নিরাপত্তায় থাকা ও স্থানীয়রা  ভীত হয়ে পড়ে। তারা নিজেরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টাকালে ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এর ফলে ভবনটির অন্যান্য কক্ষ আগুন থেকে রক্ষা পায়।

প্রধান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এবং নেহান গ্রপের নির্বাহী পরিচালন জাকিরুল ইসলাম ডলার জানান, মূল্যবান বিদেশী যন্ত্রাংশে সাজানো সার্ভার স্টেশন থেকে দুটি প্রতিষ্ঠানই পরিচালিত হত। এ রুম সংলগ্ন মূল ডকুমেন্টস রুমটি ক্ষতিগ্রস্থ না হলেও সার্ভার স্টেশনটি সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছে এবং ব্যবসায়িক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঠিক কত টাকার ক্ষতি হয়েছে এবং কীভাবে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি।উল্লেখ্য, ভবনটিতে প্রধান ও নেহান গ্রুপের প্রধান কার্যালয় এবং সহযোগী প্রতিষ্ঠান নেহান ট্রেডার্স, নেহান করপোরেশন ও নেহান এগ্রো ইন্ডাস্ট্রিজের মূল কার্যালয় অবস্থিত।