পারিবারিক কললহের জেরে লঞ্চ থেকে ফেলে দেয়া হয়েছে বলে ধারনা পুলিশে।
শরীয়তপুর গোসাইরহাটের কুচাইপট্রি ইউনিয়নের মশুরগাও গ্রামের মেঘনা শাখা নদী থেকে মঙ্গলবার সকালে ৪বছরের কন্যা শিশুসহ অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার করে গোসাইরহাট থানা পুলিশ।উদ্ধারকৃত নারীর নাম তানিয়া বেগম(৩০) শিশু রাবেয়া(৪) তার সম্পর্কে মা মেয়ে। তাদের বাড়ি বরিশাল জেলার হিজলা উপজেলার গঙ্গাপুরে এলাকার আব্দুর রহমানের স্ত্রী ও কন্যা। তাদের দাম্পত্ত্য জীবনে অসুখি ছিলো বলে জানা যায়।
পরিবার ও মামলা সুত্রে জানাগেছে,গত সোমবার বরিশাল জেলার হিজলা উপজেলার গঙ্গাপুর লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে সম্রাট -২ লঞ্চে আরোহন করেন মৃত তানিয়া ও শিশু রাবেয়া এরপরে আবদুর রহমান আরো দুজন ট্রলারযোগে তাদের লঞ্চে উঠে মা মেয়েকে নদীতে ফেলে দেয় এরপরে তাদের লাশ গোসাইরহাট উপজেলার কুচাইপট্রি ইউনিয়নের মেঘনা শাখা নদী থেকে তাদের লাশ পাওয়া যায় এঘটনায় মৃত তানিয়ার বাবা দুলাল হাওলাদার বাদী হয়ে তার মেয়ে জামাই আবদুর রহমানসহ দুইজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়েড় করেন।
গোসাইরহাট থানার ওসি মো.মাকসুদ আলম, জানান, পারিবারিক কলহের জেরে হত্যাকান্ড হয়ে থাকতে পারে। এই ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে অভিযুক্তদের প্রেপ্তারের চেষ্টা অব্যহত আছে।