শরীয়তপুর জেলা গোসাইরহাট নদীর পাড় থেকে দুইটি অগ্যত্ব মরদেহ উদ্ধার করেছে গোসাইর হাট পুলিশ ।এজন নারী বয়স (৩০) শিশু বয়স (০৪) বলে জানিয়েছেন পুলিশ ১১মার্চ মঙ্গলবার গোসাইর হাট উপজেলার কুচ্চাই পট্টি ৩নং ওয়ার্ডের মসুরগাও এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করেছেন ,পুলিশ ও স্থানীয় সূত্রে যানা যায় মঙ্গল বার সকালে এলাকায় মেঘনা নদীর সাখায় জয়ন্তীর পাড় থেকে নারী ও ১টি শিশুর মরদেহ পরে আছে পরে এলাকার লোকজন ৯৯৯ কল দিয়ে পুলিশ কে জানানো হয় এবং দ্রুত ঘটনা স্থলে পৌচায় এবং মরদেহ দুই উদ্ধার করে। মরদেহ দুইটির পরিচয় সনাক্ত করা সম্ভব হয় নাই । বিষয়টি নিশ্চিত করেন গোসাইর হাট থানার ওসি মাকসুদ আলম বলেন খবর পেয়ে মরদেহ দুইটি উদ্ধার করা হয় সুরথাল শেষে মরদেহ দুইটি ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরন করা হবে এবং মরদেহের নাম সনাক্তের জন্য কাজ চলছে ।