সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জাতীয় ভোটার দিবস পালিত । ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এই প্রতিপাদ্যে দেশে সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন হয়েছে।
এ দিবস উদযাপন উপলক্ষে ইতিমধ্যেই নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। জাতীয় ভোটার দিবস উদযাপনে কেন্দ্রীয়ভাবে ঢাকাতে নির্বাচন কমিশন সচিবালয়ে এবং মাঠপর্যায়ে থানা/উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসগুলোতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল ৯টায় প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবস ২০২৫ এর কর্মসূচি উদ্বোধন করেন।
রবিবার(২ মার্চ) সকালে গোয়াইনঘাট উপজেলায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা চত্বরে শোভাযাত্রা শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গোয়াইনঘাট উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা আরমান ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রতন কুমার অধিকারী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। দিবসটি উপলক্ষে জেলা নির্বাচন অফিসে বিভিন্ন ভোটার সেবা কার্যক্রম প্রদানের লক্ষ্যে দিনব্যাপী সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে।