জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। প্রশাসনের যে কোন সেক্টরে যে কোন নাগরিক সেবা নিতে আসলে তাকে যতটা পারুন সেবা দিন, না পারলেও ভালো আচরন দিয়ে বিকল্প পথ দেখিয়ে সন্তুষ্ট করুন। কিন্তু কাউকেই কখনো হতাশ করবেন না।রাজবাড়ী জেলায় সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মঙ্গলবার গোয়ালন্দ উপজেলার সকল সরকারী দপ্তর প্রধান ও সুধীজনদের সাথে মত বিনিময় সভায় সংশ্লিষ্ট সকলকে এ পরামর্শ প্রদান করেন।মঙ্গলবার (৫ নভেম্বর) বিকাল ৩ টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।অনুষ্ঠানের শুরুতে নবাগত জেলা প্রশাসককে উপজেলা পরিষদ ও গোয়ালন্দ পৌরসভার পক্ষ হতে ফুলেল শুভেচছা জানানো হয়।সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র।সভায় গোয়ালন্দ উপজেলার পিছিয়ে থাকা শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য সেবা, নদী ভাঙন, দৌলতদিয়া ঘাট পরিস্হিতি , বেকারত্ব, দারিদ্রতা, মাদকের বিস্তার ,যৌনপল্লীর নানামুখী সমস্যা , কৃষি ক্ষেত্রে সম্ভাবনা সহ বিভিন্ন বিষয় সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করে সকল ক্ষেত্রে তার সহযোগিতা চাওয়া হয়। এ সময় তিনি উল্লেখিত সকল সমস্যা ও সম্ভাবনার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সঙ্গে নিয়ে আগামিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।সভায় আরো বক্তব্য রাখেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কবির হোসেন, কৃষি কর্মকর্তা খোকন উজ্জামান, উপজেলা প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নিল, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শরিফুল ইসলাম , মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, বিআইডব্লিউটিসি'র দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্হাপক মোঃ সালাহ উদ্দিন, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মুহাম্সদ আবুল হোসেন প্রমূখ।