ময়মনসিংহের গৌরীপুরে গানের ওস্তাদ সুবোধ সরকার ও ভাই মাধব সরকারের বাড়িওয়ালাপাড়া বাড়িতে শুক্রবার (৯মে/২৫) উদ্বোধন হলো গান শিখানোর প্রতিষ্ঠান ‘গানের বাড়ি’

ময়মনসিংহের গৌরীপুরে গানের ওস্তাদ সুবোধ সরকার ও ভাই মাধব সরকারের বাড়িওয়ালাপাড়া বাড়িতে শুক্রবার (৯মে/২৫) উদ্বোধন হলো গান শিখানোর প্রতিষ্ঠান ‘গানের বাড়ি’। এ ব্রিটিশ শাসনামল-পরবর্তী জমিদার আমলে দেশবরেণ্য শিল্পীরা সংগীত শিক্ষার জন্য এ বাড়িতে ওস্তাদের নিকট গান শিখতেন। সেই বাড়িতে শিষ্য মাহমুদা রহমত উল্লাহ’র হাত যাত্রা শুরু করলো এ প্রতিষ্ঠানের।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওস্তাদ আব্দুল মালেক সরকার। সঞ্চালনা করেন গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর নাজিম উদ্দিন রাতুল। স্বাগত বক্তব্য রাখেন এ প্রতিষ্ঠানের উদোক্তা মাহমুদা রহমত উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, ড. এমআর করিম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জয় দাস, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ মাজহার, উজ্জ্বল সরকার, এসএস একাডেমির সহকারী শিক্ষক কামরুজ্জামান তালুকদার স্বপন, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. তামান্না চৌধুরী তুলি, সাংস্কৃতিক অনুরাগী গোপা দাস, নার্গিস সুলতানা, মাহমুদা আক্তার রিপা, মৌসুমী আক্তার, নাফিসা হাসান হৃদি, তাসলিমা আক্তার, তানজানা রইমান মম, উমামা ওয়ালিজা আয়রা, মিতু রানী দে, প্রতিম সরকার, আহনাফ রশিদ, কেয়া দে, ঋদ্বিতা সরকার স্পর্শ প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।###