বগুড়ার শিবগঞ্জে জমা-জমি সংক্রান্ত বিবাদের জের ধরে উপজেলার ময়দানহাট্টা গ্রামের তাকিমা খাতুন নামে এক গৃহবধূ সংবাদ সম্মেলনের আয়োজন করেন

বগুড়ার শিবগঞ্জে জমা-জমি সংক্রান্ত বিবাদের জের ধরে উপজেলার ময়দানহাট্টা গ্রামের তাকিমা খাতুন নামে এক গৃহবধূ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। 
গতকাল শনিবার বিকালে শিবগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওই গৃহবধু জানান তার শ্বশুড়সহ তিন ভাই ময়দানহাট্টা মৌজার ২৫-১০৭৬ খতিয়ানের ৫২৮ ও ৫২৯ দাগের জমি দাদা শ্বশুড় হাবিল শেখ এর কাছ থেকে রেজিঃ দলিল মূলে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছে। কিন্তু তার চাচা শ্বশুর হায়দার আলী তার ভোগ দখলকৃত জায়গা বিক্রি না করে ময়দানহাট্টা গ্রামের বেলাল উদ্দিন এর ছেলে  প্রতিপক্ষ মোঃ মেহেদী হাসান ও তার ভাই হানিফ এর নিকট কৌশলে দলিলে হাত নকশায় এল প্যাটানে জমি বিক্রি করে। গত ৮ বছর পূর্বে জমি লিখে নিলেও হঠাৎ করে জমিটি এল প্যাটানে বের করে নিলে তাদের নজরে আসে। প্রতিপক্ষদেরকে এভাবে জমি বের করে নেওয়ার কারণ জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে মারপিটসহ প্রাণ নাশের হুমকি প্রদান করে আসছে। ভুক্তভোগীরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্ত দাবী করছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওই গৃবধুর শ্বশুর আজিজার রহমান ও শ্বাশুরী  রশিদা বেগম প্রমুখ।