মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে গভর্নিং বডির সভাপতি তানজীন চৌধুরী লিলি এর নেতৃত্বে বুধবার (২৬ মার্চ /২০২৫) বিজয় একাত্তরে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
স্বাধীনতা দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো: মাহবুবুল আলম খান। সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. সেলিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তানজীন চৌধুরী লিলি। তিনি বলেন, এক সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। এই স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা। এসময় অধ্যক্ষ মো: মাহবুবুল আলম খান বলেন, আমাদের মুক্তিযুদ্ধের রয়েছে সুদীর্ঘ ইতিহাস। ১৯৪৭ সালের দেশ ভাগ, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের পর আমরা অর্জন করি আমাদের প্রিয় স্বাধীনতা। তা আমাদের নতুন প্রজন্মকে জানতে হবে। এছাড়াও আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো: আব্দুল ছিদ্দিক, সহকারী অধ্যাপক ফারুক হায়দার হোসেন। স্বাধীনতা দিবসের উপর কবিতা আবৃত্তি করেন শরীর চর্চা শিক্ষক নাদিরা জামান পান্না।
জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশ গ্রহণ করেন সহকারী অধ্যাপক মো: রেজওয়ান হোসেন, সহকারী অধ্যাপক নুরঝুমা, সহকারী অধ্যাপক তারিকুল ইসলাম, প্রভাষক আনোয়ার হোসেন, প্রভাষক সৌমিত্র চন্দ্র দাস, প্রভাষক ইয়াছির আরাফাত, প্রভাষক দিলরুবা ইয়াসমিন, প্রভাষক সানোয়ার জাহান, প্রভাষক আব্দুল আলিম খান, প্রভাষক মো: কামাল হোসেন, প্রভাষক রাইসুল ইসলাম, শিক্ষার্থী ফাইজা জাহান আরবি, তাইয়্যেবা জামান রায়হা, বিউটি সূত্র ধর, সুমাইয়া তাবাসসুম স্নিগ্ধা, নূরে তাবাসসুম মায়ষী প্রমুখ।