আজ রবিবার ১৮/১২/২০২২ইং সপ্তাহের প্রথম কর্ম দিবসে সকাল ৯.৩০ মিনিটে বোরহানউদ্দিন ছেয়ে আছে ঘন কুয়াশায়। সূর্যের দেখা নেই।রাত হলেই টিপ টিপ বৃষ্টির মতো শিশির ঝরতে থাকে।

সকাল পর্যন্ত থাকে এর রেশ। উচ্চ মধ্যে বিত্তের চেয়ে নিন্মবিত্ত ও দিন মজুরদের রাস্তায় বেশি দেখা গেছে, তারা কাজের উদ্দেশ্য এক স্থান থেকে অন্য স্থানে ছুটোছুটি করছেন।ভোলা-চরফ্যাশন মহাসড়ক ঘন কুয়াশায় আচ্ছন্ন হেড লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে সকল যানবাহনকে। এ রুটের একজন বাস চালকের সাথে কথা বললে তিনি বলেন এমনিতে নির্মান কাজ চলছে রাস্তা খানাখন্দভরা তার উপড় কুয়াশা ২.৩০ মিনিট এর টাইম ৩ থেকে সারে তিন ঘন্টা লাগবে ভোলা হইতে চরফ্যাশন পৌঁছাতে। আজ তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও রেকর্ড করা হয়েছে।