সকাল পর্যন্ত থাকে এর রেশ। উচ্চ মধ্যে বিত্তের চেয়ে নিন্মবিত্ত ও দিন মজুরদের রাস্তায় বেশি দেখা গেছে, তারা কাজের উদ্দেশ্য এক স্থান থেকে অন্য স্থানে ছুটোছুটি করছেন।ভোলা-চরফ্যাশন মহাসড়ক ঘন কুয়াশায় আচ্ছন্ন হেড লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে সকল যানবাহনকে। এ রুটের একজন বাস চালকের সাথে কথা বললে তিনি বলেন এমনিতে নির্মান কাজ চলছে রাস্তা খানাখন্দভরা তার উপড় কুয়াশা ২.৩০ মিনিট এর টাইম ৩ থেকে সারে তিন ঘন্টা লাগবে ভোলা হইতে চরফ্যাশন পৌঁছাতে। আজ তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও রেকর্ড করা হয়েছে।